সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ০০:১১, ১৩ জুলাই ২০২৫

বিএনপির দলীয় সংস্কারে ফের সতর্ক করলেন মির্জা গালিব

বিএনপির দলীয় সংস্কারে ফের সতর্ক করলেন মির্জা গালিব
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব আবারও রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়েছেন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “অনেক আগেই দলীয় সংস্কারের কথা বলেছিলাম, আজ আবারও তারই প্রাসঙ্গিকতা ফিরে এসেছে।

মির্জা গালিব লিখেছেন, এক. গত ডিসেম্বরে যখন আমি দেশে এসেছিলাম, আজিজুল বারী হেলাল ভাইর সাথে একটা টকশোতে প্রশ্ন তুলেছিলাম যে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কার এর প্রশ্ন কেন তাদের কাছে গুরুত্বপূর্ণ না? আমার পয়েন্ট ছিল, রাষ্ট্রের সংস্কার বনাম নির্বাচন নিয়ে এত উতলা না হয়ে দলের অভ্যন্তরীণ সংস্কারে বেশী মনোযোগ দেয়া উচিত। আজকে বিএনপি যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাইতেছে, সেইটা দলের সংস্কারকে যথাযথ গুরুত্ব না দেয়ারই ফল। সামনে এই রকম ঘটনা আরও ঘটবে।

দুই. আজকে এস এ টিভির একটা টকশোতে আমার সাথে আলোচনায় বিএনপির নিলুফার চোধুরী মনি আপা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছেন। সন্ত্রাস বা চাঁদাবাজির ঘটনায় চিরস্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে একটা সমস্যা হইল, এই সব লোকের একটা সিন্ডিকেট থাকে। এদেরকে পুরোপুরি বহিষ্কার করে দিলে দল দুর্বল হবে। ফেয়ার পয়েন্ট। আমি মনে করি, বিএনপির এখন দলকে দুর্বল করাই কাজ। এই সব চাঁদাবাজ, সন্ত্রাস নির্ভর লিডারশিপ দুর্বল করে গণ মানুষের কাছাকাছি যাওয়াই বেটার স্ট্রাটেজী। পুরাতন আদলে এই প্রজন্মের সাথে রাজনীতি আর চলবে না। যত তারাতারি বিএনপি এই পরিবর্তনের পথে হাঁটবে, তত ভাল করবে। এই পথে হাঁটা বাদে বিএনপির আর কোন বিকল্প নাই।

তিন. কাজ না করে কখনো ফল পাওয়া যায় না। ভাল দল গড়তে হলেও দল নিয়ে কাজ করতে হবে। বইসা থাকলে হবে না। জিয়াউর রহমান মাঠে ঘাটে দৌড়াইয়া, প্রফেশনাল লোকদের একটা গ্রুপকে রাজনীতিতে ধইরা আইনা বিএনপি বানাইছিলেন। ওই জেনারেশান দিয়াই বিএনপি অনেকদিন চলছে। এখন ভাল লোকদের আরেকটা ব্যাচ না নিয়া আনতে পারলে, বিএনপির সামনের দিন ভাল চলবে না। তারেক রহমানের লিডারশীপের পরীক্ষাই হইল এইটা।
 

সর্বশেষ