রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২১:৪৬, ১০ নভেম্বর ২০২৫

‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না’

‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”

পাটোয়ারীর এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে বিশ্লেষণ করেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ। তিনি বলেন, এই পোস্ট আসিফ মাহমুদকে লক্ষ্য করে করা হয়েছে। ছোট অথচ অর্থবহ এই বার্তা একজন বিপ্লবীকে তাঁর সংগ্রাম ও লক্ষ্য মনে করিয়ে দেয়।

আসাদুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি আসিফ মাহমুদ দুইটি কার্যক্রম করেছেন। প্রথমে এনসিপি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত কমিটি সক্রিয় করেছেন। দ্বিতীয়ত, তিনি সেই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যেখানে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। এর ফলে বোঝা যায়, বিএনপির সঙ্গে আসিফ ভাইয়ের সমঝোতার প্রক্রিয়া চলছে। তিনি সতর্ক করেন, একটি সিট বা মন্ত্রণালয় লাভের জন্য আসিফ মাহমুদ যদি সমঝোতা করেন, তা তার নিজস্ব ও দেশের ক্ষতির কারণ হতে পারে।

আসাদুল্লাহ আরো বলেন, লংমার্চের ঘোষক আসিফ মাহমুদ স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ে পরীক্ষিত সেনানী। ছোটবেলাতেও তিনি ছাত্রলীগের তুমুল চাপের মুখে আপোষ করেননি। আসিফের আপোষহীন মনোভাব বিএনপির সঙ্গে সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। সম্পর্ক টিকাতে হলে আসিফকে নিজের স্বকীয়তা বিসর্জন দিতে হবে, যা করা সম্ভব নয়। এমন সমঝোতা আসিফের জন্য এক প্রকার রাজনৈতিক মৃত্যু হবে।

উল্লেখ্য, গত রোববার ঢাকার-১০ আসনের ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন আসিফ মাহমুদ। গুঞ্জন রয়েছে, তিনি এই আসনে নির্বাচন করতে চাইছেন। এখনও বিএনপি এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। এর আগে আলোচনায় ছিল আসিফ মাহমুদ কুমিল্লা-৩ আসনে অংশগ্রহণ করতে চান, যেখানে বিএনপি প্রার্থী করা হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে।