‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না’
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”
পাটোয়ারীর এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে বিশ্লেষণ করেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ। তিনি বলেন, এই পোস্ট আসিফ মাহমুদকে লক্ষ্য করে করা হয়েছে। ছোট অথচ অর্থবহ এই বার্তা একজন বিপ্লবীকে তাঁর সংগ্রাম ও লক্ষ্য মনে করিয়ে দেয়।
আসাদুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি আসিফ মাহমুদ দুইটি কার্যক্রম করেছেন। প্রথমে এনসিপি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত কমিটি সক্রিয় করেছেন। দ্বিতীয়ত, তিনি সেই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যেখানে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। এর ফলে বোঝা যায়, বিএনপির সঙ্গে আসিফ ভাইয়ের সমঝোতার প্রক্রিয়া চলছে। তিনি সতর্ক করেন, একটি সিট বা মন্ত্রণালয় লাভের জন্য আসিফ মাহমুদ যদি সমঝোতা করেন, তা তার নিজস্ব ও দেশের ক্ষতির কারণ হতে পারে।
আসাদুল্লাহ আরো বলেন, লংমার্চের ঘোষক আসিফ মাহমুদ স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ে পরীক্ষিত সেনানী। ছোটবেলাতেও তিনি ছাত্রলীগের তুমুল চাপের মুখে আপোষ করেননি। আসিফের আপোষহীন মনোভাব বিএনপির সঙ্গে সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। সম্পর্ক টিকাতে হলে আসিফকে নিজের স্বকীয়তা বিসর্জন দিতে হবে, যা করা সম্ভব নয়। এমন সমঝোতা আসিফের জন্য এক প্রকার রাজনৈতিক মৃত্যু হবে।
উল্লেখ্য, গত রোববার ঢাকার-১০ আসনের ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন আসিফ মাহমুদ। গুঞ্জন রয়েছে, তিনি এই আসনে নির্বাচন করতে চাইছেন। এখনও বিএনপি এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। এর আগে আলোচনায় ছিল আসিফ মাহমুদ কুমিল্লা-৩ আসনে অংশগ্রহণ করতে চান, যেখানে বিএনপি প্রার্থী করা হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে।



























