শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন সামান্তা
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
সোমবার (৭ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সামান্তা শারমিন লিখেছেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনায় বহু নারীকে অকালেই বৈধব্য বরণ করতে হয়েছে। তার ভাষায়, এসব ঘটনার বিবরণ একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ মলিন হয়ে যাবে।
পোস্টে তিনি কারবালার ইতিহাস ও নারীদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে বলেন, ইমাম হোসেন (রাঃ) ও তাঁর সঙ্গীদের আত্মবলিদান ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার প্রতীক হয়ে থাকবে। কারবালার নারী চরিত্রগুলোর মতো আজও দুনিয়ার বহু নারী শোক ও যন্ত্রণার মধ্য দিয়েও অন্যায়ের কাছে মাথানত করেন না।
তিনি আরও বলেন, ‘এই দুনিয়ায় প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা।’ জুলাই মাসে ক্রসফায়ারে প্রাণ হারানো এক তরুণীর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘তার প্রশ্ন ছিল ‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’ এই বক্তব্যের মধ্য দিয়ে সামান্তা শারমিন গুম-খুন-ক্রসফায়ারের শিকার পরিবারগুলোকে স্মরণ করেন এবং নারী অধিকার নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তার কথাও বলেন।



























