শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম রাশেদ খানের

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার আশঙ্কা আগে থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক জানতেন অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চ আয়োজিত ‘জুলাই জনতার সমাবেশে’ এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ ভেবে থাকে অধিকার পরিষদের ওপর হামলা চালিয়ে রক্ত ঝরিয়ে পার পেয়ে যাবে, তবে তা ভুল।’

সমাবেশ থেকে জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের নেতৃত্বাধীন ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ওঠে। একইসঙ্গে গত ২৯ আগস্ট নুরের ওপর যৌথ বাহিনীর হামলার বিচার, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থার আহ্বান জানানো হয়।

রাশেদ খান বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অভ্যুত্থানের অন্যতম নায়ক নুরকে এভাবে নৃশংসভাবে আহত হতে হবে তা কেউ কল্পনাও করেনি। দেশের বিভিন্ন স্থানে ছাত্র সংসদ নির্বাচন হলেও শিক্ষাব্যবস্থা ও ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসেনি।’

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এটি ভেঙে জাতীয় সরকার গঠনের মাধ্যমে আরেকটা ১/১১ চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তবে নির্বাচন অবশ্যই অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। যদিও আমাদের সব প্রত্যাশা পূরণ হয়নি, অন্তত গুম কমেছে, পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে এবং আমরা সরকারের সমালোচনা করতে পারছি।’

সমাবেশে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। শহীদ আবুল হোসেনের স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেড় বছর পার হলেও আমি এখনো আমার স্বামীর লাশ দাফন করতে পারিনি। আমার সন্তানরা বড় হয়ে কীভাবে তাদের বাবার কবর জিয়ারত করবে?’

শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা প্রশ্ন তোলেন, ‘ইউনুস সরকার আসলে করছে কী? এখনো শহীদ তালিকা গেজেটভুক্ত হয়নি, পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হয়নি। আমাদের সন্তানেরা কি বারবার রাষ্ট্র সংস্কারের জন্য প্রাণ দেবে?’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, মেজর বজলুল হুদার ভাই ডিইক হুদা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামানসহ জুলাই-আগস্ট অভ্যুত্থানের অংশগ্রহণকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
 

সর্বশেষ