তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল রায় ৪ সেপ্টেম্বর

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ পঞ্চম দিনের শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন। এর আগে পাঁচ দিন ধরে রাষ্ট্রপক্ষ খালাসপ্রাপ্তদের রায় বাতিল করার যুক্তিতে শুনানি করেছেন।
তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট এসএম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
উল্লেখ্য, এ বছরের ১২ জানুয়ারি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস দেন হাইকোর্ট।