বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ৩০ জুলাই ২০২৫

সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল
ছবি: সংগৃহীত

চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। তবে একই দিনে একই ভেন্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় ছাত্রদল তাদের সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৩৬ দিনব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার পূর্ব অনুমতি তারা ২৬ জুন পেয়েছিলেন। কিন্তু নাগরিক পার্টির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়। উদারনৈতিক ও গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল এই অনুরোধ বিবেচনায় নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

রাকিব বলেন, “আমরাই প্রথমে সমাবেশের ঘোষণা দিয়েছিলাম এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও পেয়েছিলাম। তবুও রাজনৈতিক সহনশীলতা ও সম্মান বজায় রাখতে আমরা আমাদের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিই। রাজধানীর ব্যস্ত সড়কে যদি এই কারণে জনভোগান্তি হয়, তার জন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, নগরবাসী এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য এবং আমাদের সিদ্ধান্তের পেছনের ইতিবাচক রাজনৈতিক বার্তাকে উপলব্ধি করবেন।”

সম্পর্কিত বিষয়: