৫৫ লাখ পরিবারকে ১৫ টাকায় চাল দেবে সরকার: খাদ্য উপদেষ্টা

আগামী আগস্ট থেকে শুরু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি, যেখানে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
এই কর্মসূচি আগস্ট থেকে মার্চ পর্যন্ত ৬ মাস চলবে (ডিসেম্বর-জানুয়ারি ব্যতীত)। বন্যা ও খাদ্য নিরাপত্তার বিষয় মাথায় রেখে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এজন্য ৪ লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে এবং ৫ লাখ মেট্রিক টন চাল বেসরকারিভাবে আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কর্মসূচিটি খাদ্য সুরক্ষা ও জীবনযাত্রার মান ধরে রাখতে নিম্নআয়ের মানুষদের জন্য সহায়তা হিসেবে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।