রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১২ জুলাই ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’ 

শনিবার (১২ জুলাই) সকালে পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যায়িত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সভ্য সমাজে এমন ঘটনা একেবারেই কাম্য নয়।’  তিনি জানান, এ ঘটনায় জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং গত রাতে আরও একজনকে আটক করা হয়েছে। এছাড়া র‍্যাব অস্ত্রসহ দুইজনকে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা বিভাগ (ডিবি)ও ঘটনার তদন্তে সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা বর্তমানে সামাজিকভাবে অতি অসহিষ্ণু হয়ে উঠেছি। এ প্রবণতা বন্ধে অভিভাবক, শিক্ষক, চিকিৎসকসহ সমাজের নীতিনির্ধারকদের এগিয়ে আসতে হবে।’ 

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে কোনো অপরাধ হলে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তারাই যথাযথ ব্যবস্থা নেবে।’ 

আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্রিয় নয়—এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘তারা যদি সক্রিয় না হতো, তাহলে পাঁচজনকে এত দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হতো না’। তিনি জানান, সম্প্রতি ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার মিথ্যা হুমকি দেওয়া নারী এবং তার পরামর্শদাতাকেও গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুরের সাম্প্রতিক ঘটনায়ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্তে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, ‘আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, অপরাধীরা ছাড় পাবে না।’