৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার চেষ্টা করছে সরকার: আসিফ মাহমুদ

আসন্ন ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সরকার কাজ করছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে আগামী ৫ আগস্ট ঘোষণাপত্রটি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ঘোষণাপত্রের খসড়া সরকারকে জমা দিয়েছে। এখন আবারও প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই চলছে। সরকার আশা করছে, দলগুলোর সম্মতি মিললে ৫ আগস্টের মধ্যেই তা প্রকাশ করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘এটি কেবল সরকারের একক সিদ্ধান্ত নয়। রাজনৈতিক ঐক্যমত ছাড়া ঘোষণাপত্র দেওয়া যাবে না। দলগুলোর সম্মতি এবং অংশগ্রহণই সফল ঘোষণার শর্ত।’
এর আগে, বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস—১১ জুলাই’ শীর্ষক স্মৃতিমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ।
সেখানে তিনি বলেন, ‘২০২৪ সালের ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল সাহসিকতার প্রতীক। তাদের অবদান স্মরণীয় করে রাখতে এ দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।’