জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে প্রধান উপদেষ্টার মাধ্যমে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অধ্যাদেশ জারির বাধ্যবাধকতা না থাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই এ বিষয়ে আদেশ জারি করতে পারেন বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অধ্যাদেশ জারিতে সাংবিধানিক জটিলতা থাকলেও প্রধান উপদেষ্টার আদেশে তা সম্ভব।
সংসদ কার্যকর না থাকায় অধ্যাদেশ জারির ক্ষমতা এখন রাষ্ট্রপতির হাতে। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির বিরোধিতা করছে। ফলে সরকার এখন প্রধান উপদেষ্টার মাধ্যমে আদেশ জারির দিকেই অগ্রসর হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
অন্যদিকে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির বিরোধিতা করছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ জারি করেন, তাহলে তার ওপর গণভোট হওয়া উচিত।
সরকারের একটি সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়নের আইনি কাঠামো নিয়ে বিভিন্ন পথ খোঁজা হচ্ছে। এক্ষেত্রে গণ-অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়কে ভিত্তি ধরে আদেশ জারির চিন্তাও রয়েছে।
উল্লেখ্য, জুলাই সনদের খসড়ায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদে আপিল বিভাগের মতামতের কথা থাকলেও চূড়ান্ত সনদে তা বাদ দেওয়া হয়। সেখানে বলা হয়, “গণ-অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।” এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে জনগণের অভিপ্রায় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একটি আনুষ্ঠানিক আদেশ অপরিহার্য। গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সরকারকে এই আদেশ জারির সুপারিশ করেছে কমিশন।
আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার ইমরান সিদ্দিক বলেন, “বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে এ ধরনের আদেশ জারির বিধান নেই। তবে যেহেতু অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, তাই প্রধান উপদেষ্টা চাইলে আদেশটি জারি করতে পারেন।”
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবে প্রধান উপদেষ্টা এই আদেশ জারি করতে পারেন। এতে কোনো আইনি বাধা নেই, কারণ এটি অধ্যাদেশ নয়।”
সরকার সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র: আজকের পত্রিকা



























