জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ড: রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন, বললেন- জড়িত ছিলাম, আমি দায়ী

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি রাজসাক্ষী হতে চাই।’
গণহত্যা চলাকালীন পুলিশ প্রধান হিসেবে দায়িত্বে থাকা মামুনের এই স্বীকারোক্তি মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণের তারিখ ৩ আগস্ট নির্ধারণ করেন।
এই মামলাটি পুনর্গঠিত ট্রাইব্যুনালে দাখিল হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম বিচার কার্যক্রম। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এ স্বীকারোক্তি মামলায় নতুন মোড় এনেছে বলে আইনজীবীরা মনে করছেন, যা অন্য দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। বিষয়টি এখন পুরো দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে।