শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১০:৫৬, ১০ জুলাই ২০২৫

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল, যেভাবে জানা যাবে

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল, যেভাবে জানা যাবে
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে। এতে অপেক্ষার অবসান ঘটছে ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থীর। এবার কেন্দ্রীয়ভাবে নয়, আলাদাভাবে প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব ওয়েবসাইট ও মাধ্যম ব্যবহার করে ফলাফল প্রকাশ করবে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার ফল আজ দুপুর ২টায় জানা যাবে। ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইট, এসএমএস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে অংশ নেয় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

ফলাফল জানার পদ্ধতি নিম্নরূপ:

অনলাইনে ফল জানতে:
শিক্ষার্থীরা [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC বোর্ডের_প্রথম_তিন_অক্ষর রোল_নম্বর 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: ‘SSC Dha 123456 2025’

দাখিল পরীক্ষার্থীদের জন্য:
ফল পাওয়া যাবে [www.bmeb.gov.bd](http://www.bmeb.gov.bd) ওয়েবসাইটে এবং [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd)-এ।
এসএমএসে জানতে লিখতে হবে:
‘Dakhil MAD রোল_নম্বর 2025’
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: ‘Dakhil MAD 123456 2025’

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল:
প্রতিষ্ঠান প্রধানরা [https://eboardresults.com/v2/home](https://eboardresults.com/v2/home) থেকে ‘EIIN’ নম্বর দিয়ে ‘Institution Result’ অপশনে গিয়ে পুরো প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ফল প্রকাশের পরপরই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরা ফলাফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন। ফলাফল ও গ্রেড সংক্রান্ত যেকোনো আপডেট জানার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনার দিকে নজর রাখতে বলা হয়েছে।