বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ মুজিবুর রহমান আর নেই

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শেখ মুজিবুর রহমান আর নেই
ছবি: সদ্য সংবাদ

মাদারীপুর জেলার ডাসার উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম)-এর প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শেখ মুজিবুর রহমান আর নেই।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর চারটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেশের প্রশাসনিক ইতিহাসে একটি উজ্জ্বল নাম ছিলেন শেখ মুজিবুর রহমান। তাঁর সততা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে প্রশাসনিক অঙ্গন পেয়েছিল নতুন ধারা। বিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শুধু প্রশাসনিক ব্যবস্থাপনাকেই নয়, বরং দেশব্যাপী প্রশাসকদের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন, যা আজও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, মানবিক ও নীতিবান এক মানুষ। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও নিবিড়। প্রশাসনের জটিল পরিসরে থেকেও তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে সহজ করে তুলেছিলেন।

আজ আসরবাদ মরহুমের নামাজে জানাজা তাঁর নিজ গ্রাম মাইজপাড়ায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জানাজায় অংশগ্রহণের জন্য সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের ঢল নামার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

তাঁর মৃত্যুতে মাইজপাড়া ইউনিয়নসহ সমগ্র মাদারীপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানিয়েছেন, তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ