বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ৪ আগস্ট ২০২৫

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে ভারত

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে ভারত
ছবি: সংগৃহীত

প্রায় এক বছর ধরে জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ থাকলেও, এর মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে ভারত।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC), বাংলাদেশ–এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সার্ভিস চার্জ (ভিসা প্রক্রিয়াকরণ ফি) নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা, যা আগে ছিল ৮২৪ টাকা।

নতুন ফি ৮ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “কার্যক্রম পরিচালনার খরচ বৃদ্ধি পাওয়ায় ফি সমন্বয় করা হয়েছে।” ২০১৮ সালের পর এই প্রথমবারের মতো ভিসা প্রক্রিয়াকরণ ফি সংশোধন করল ভারত।

তবে এখনো ‘ভিসা ফি’ বাংলাদেশি নাগরিকদের থেকে নেওয়া হচ্ছে না। এই প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র একটি সার্ভিস চার্জ হিসেবে গণ্য হবে।

জরুরি ভিসা ও সীমিত সেবা চালু
ওয়েবসাইট অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভিসা সেন্টারগুলোতে বাংলাদেশিদের জন্য এখনো জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু রয়েছে।

এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা ভারত হয়ে তৃতীয় দেশে যাত্রা করলে (যেমন: নেপাল, ভুটান, শ্রীলঙ্কা) সেই ক্ষেত্রে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভিসা সেবা দেওয়া হচ্ছে। তবে, ওই তৃতীয় দেশের দূতাবাস থেকে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত বিষয়: