বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ৩ আগস্ট ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৫৩

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৫৩
প্রতীকী ছবি

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮২২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫৩১ জন অন্যান্য অপরাধে জড়িত।

রোববার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া অ্যান্ড পিআর এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য জানান।

তিনি বলেন, একযোগে পরিচালিত অভিযানে অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি দেশীয় রিভলবার, দুটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ, একটি দেশীয় এলজি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল এবং একটি হ্যান্ডক্যাপ।

পুলিশ সদর দপ্তর জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: