শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ৩০ জুলাই ২০২৫

গাজীপুরে আসন বেড়ে কমছে বাগেরহাটে: ইসি

গাজীপুরে আসন বেড়ে কমছে বাগেরহাটে: ইসি
ছবি: সংগৃহীত

গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি নতুন সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। অন্যদিকে, বাগেরহাটে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় সেখান থেকে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন,
“সর্বাধিক ভোটারসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একইভাবে সবচেয়ে কম ভোটারসংখ্যার কারণে বাগেরহাট থেকে একটি আসন বাদ দেওয়ার প্রস্তাব এসেছে।”

কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবারের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংখ্যার অনুপাতে সীমানা নির্ধারণ, আসন সংখ্যা পুনর্বিন্যাস ও সমন্বয়ের কাজ করছে নির্বাচন কমিশন।