সেই সাহসী শিক্ষিকাকে সম্মান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকা মেহেরীন চৌধুরীর আত্মত্যাগকে ‘ভুলে যাওয়ার নয়’ বলে উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনোয়ার ইব্রাহিম লেখেন, ‘ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু।’ তিনি আরও জানান, শিক্ষিকা মেহেরীন চৌধুরী শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে পরে আবারও আগুন ও ধোঁয়ার মধ্যে ফিরে গিয়ে আরও শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান—এই অসীম সাহস স্মরণীয় হয়ে থাকবে।
তিনি জানান, এ ঘটনায় বাংলাদেশের জনগণের পাশে থাকার বার্তা দিয়ে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠিও পাঠাবেন।
উল্লেখ্য, আইএসপিআর জানায়, সোমবারের (২১ জুলাই) ওই ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। পরে মঙ্গলবার দিবাগত রাতেও আহত আরও এক শিক্ষার্থী নাফির মৃত্যু হয়।