বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯, ১৮ জুলাই ২০২৫

হাতিরঝিলে জুলাই অভ্যুত্থান স্মরণে চলচ্চিত্র, গান ও ড্রোন শো

হাতিরঝিলে জুলাই অভ্যুত্থান স্মরণে চলচ্চিত্র, গান ও ড্রোন শো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী "জুলাই পুনর্জাগরণ" অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক সাংস্কৃতিক আয়োজন।

‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-কে কেন্দ্র করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সন্ধ্যা ৬টায় শুরু হয় অনুষ্ঠানটি, যেখানে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, ‘জুলাইয়ের গান’ পরিবেশন ও ড্রোন শো।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর প্রদর্শিত হয় দুইটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য চলচ্চিত্র— ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’।

এই চলচ্চিত্রগুলোতে জুলাই অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার দৃঢ় অবস্থান তুলে ধরা হয়।

এরপর মঞ্চে পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’, যেখানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সেজান, তাশফি, সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল। গানগুলোতে প্রতিবাদ, স্মৃতি ও আশা-আকাঙ্ক্ষার ধ্বনি প্রতিফলিত হয়।

সাংস্কৃতিক পরিবেশনার শেষ পর্বে ছিল জুলাই অভ্যুত্থান ও তার প্রেক্ষাপটভিত্তিক ‘ড্রোন শো’, যা আকাশে আলোর মাধ্যমে আন্দোলনের চিত্র ও বার্তা ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজধানীর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি ছিল জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের স্মরণে ও তাঁদের আদর্শকে সামনে রেখে প্রজন্মের মধ্যে নতুন প্রত্যয় জাগিয়ে তোলার এক চিত্তাকর্ষক আয়োজন।