শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১৬ জুলাই ২০২৫

বিরল ঘটনা কাবার ওপর সোজাসুজি সূর্যের অবস্থান

বিরল ঘটনা কাবার ওপর সোজাসুজি সূর্যের অবস্থান
ছবি: গালফ নিউজ

একটি বিরল ও চমকপ্রদ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনায় মঙ্গলবার (১৫ জুলাই) সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাবার ওপর সরাসরি অবস্থান নিয়েছে সূর্য। এর ফলে, বিশ্বজুড়ে মুসলমানরা অতি নির্ভুলভাবে কিবলার অর্থাৎ নামাজের দিক নির্ধারণ করতে পেরেছেন।

সেই মুহূর্তে সূর্য কাবার ঠিক মাথার ওপর অবস্থান করায় এর আশপাশে কোনো ছায়া পড়েনি।

‘মক্কার আকাশে সূর্য কাবার সঙ্গে সরাসরি সজ্জিত হয়েছে, যার ফলে ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। যেকোনো স্থানে থেকে, যেখানে সূর্য দেখা যায়, সেখান থেকেই কিবলা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব,’ এক বিবৃতিতে জানিয়েছে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি।

এই ঘটনা ঘটে যখন সূর্য কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মক্কার ২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর চলে আসে। 'সোলার জেনিথ' নামে পরিচিত এই ঘটনা পৃথিবীর ২৩.৫ ডিগ্রি কাত হওয়ার কারণে প্রতিবছর সাধারণত মে মাসের শেষভাগ এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে দুইবার ঘটে থাকে।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, সূর্যের এই জেনিথ বা শীর্ষবিন্দুতে পৌঁছানোর সময়টি মক্কার জোহর নামাজের সময়ের সঙ্গে মিলে যায়, যা এই ঘটনাকে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক—দুইভাবেই—বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। এই মুহূর্তে সূর্যের আলো ঠিক সোজাভাবে কাবার ওপর পড়ে, যা এক গভীর ও প্রতীকী সংযোগ তৈরি করে।

এই দৃশ্যমান প্রভাব ছাড়াও, এই ঘটনা মুসলমানদের জন্য একটি প্রাচীন পদ্ধতিতে কিবলা নির্ধারণের সুযোগ তৈরি করে, যেখানে আধুনিক প্রযুক্তির দরকার পড়ে না। এই সময় সূর্য যেদিকে থাকে, নামাজ আদায়ের দিকও সেদিকেই নির্ধারণ করা যায় অত্যন্ত নির্ভুলভাবে।

জ্যোতির্বিজ্ঞানীরাও এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ হিসেবে দেখেন, বিশেষ করে সূর্য যখন শীর্ষবিন্দুর কাছাকাছি থাকে তখন বায়ুমণ্ডলীয় প্রতিসরণ (atmospheric refraction) পর্যবেক্ষণ করে। এর ফলে সূর্যের অবস্থান এবং বায়ুমণ্ডলের আচরণ সম্পর্কে আরও নিখুঁত ধারণা পাওয়া যায়।
 

সম্পর্কিত বিষয়: