বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপেক্ষ ৪ নিহত

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপেক্ষ ৪ নিহত
ছবি: বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। রোববার সকালে গ্র্যান্ড ব্লাঙ্ক শহরের (ডেট্রয়েট থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে) চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

পুলিশ জানায়, হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০), যিনি বার্টন শহরের বাসিন্দা ও সাবেক মেরিন কর্পস সদস্য, গাড়ি চালিয়ে চার্চ ভবনের ভেতরে ঢুকে পড়েন। এরপর তিনি একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালান এবং দাহ্য পদার্থ ব্যবহার করে ভবনে আগুন ধরিয়ে দেন।

চার্চে তখন রবিবারের উপাসনায় শত শত মানুষ উপস্থিত ছিলেন। গুলিবর্ষণের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্যানফোর্ডকে মোকাবিলা করে। মাত্র আট মিনিটের মধ্যে, স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে, পুলিশি গুলিতে তিনি নিহত হন।

গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশপ্রধান উইলিয়াম রেনিয়ে জানান, নিহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। কয়েকজন নিখোঁজ রয়েছেন কিনা, তা নিশ্চিত নয়। চার্চটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো তল্লাশি চলছে।

পুলিশপ্রধান বলেন, চার্চের ভেতরে কয়েকজন সদস্য শিশুদের নিরাপদে আশ্রয় দিয়েছিলেন, যা তিনি ‘নায়কোচিত সাহসিকতা’হিসেবে উল্লেখ করেন।

এফবিআই ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে তদন্ত করছে। ঘটনাস্থলে এফবিআইয়ের বিশেষ দল, বোমা বিশেষজ্ঞ ও ক্রাইসিস রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ স্যানফোর্ডের বাড়ি ও মোবাইল ফোনের রেকর্ডও খতিয়ে দেখছে।

এফবিআই জানিয়েছে, একাধিক স্থানে বোমা হুমকির খবর পাওয়া গিয়েছিল, তবে সেগুলো পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করা হয়েছে।

চার্চ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘উপাসনার সময় বন্দুকধারী হামলা চালিয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আমরা শান্তি ও আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এ ঘটনাকে খ্রিস্টানদের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা বলে আখ্যায়িত করেছেন এবং নিশ্চিত করেছেন যে ফেডারেল তদন্তের দায়িত্ব এফবিআই নিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স (টুইটার)-এ লিখেছেন, ‘এটি ভয়াবহ গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ড। উপাসনালয়ে এমন সহিংসতা হৃদয়বিদারক ও শীতল করে দেওয়ার মতো।’

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, ‘যেকোনো স্থানে সহিংসতা অগ্রহণযোগ্য, বিশেষ করে উপাসনালয়ে।’ প্রবীণ মরমন রাজনীতিক ও প্রাক্তন সেনেটর মিট রমনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন এবং ভুক্তভোগীদের জন্য প্রার্থনা জানান।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ