পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত বাংলাদেশি ব্যক্তির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করে তার মাধ্যমে নিহত সন্ত্রাসীর নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা সূত্র থেকে জানা গিয়েছে, এর আগেও একই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল। তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে পরে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল। এ ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদেরও সম্পৃক্ততা আছে বলে প্রমাণ পাওয়া গেল।
শনিবার পরিচালিত এ অভিযানে পাকিস্তানি বাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত করার পর সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অভিযান চালায়।
দুদিনব্যাপী এ অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ঘেরাও করা হয়। তীব্র বন্দুকযুদ্ধ শেষে ১৭ জন নিহত হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়। সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।