বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জাপানের পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে নামাজ কক্ষ

জাপানের পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে নামাজ কক্ষ
ছবি: সংগৃহীত

মুসলিম পর্যটকদের সংখ্যা জাপানে দিন দিন বাড়ছেই। এবার সেই মুসলিম পর্যকটদের স্বাগত জানাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটি। পর্যটকদের ধর্মীয় চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলোতে নামাজের আলাদা কক্ষ তৈরি হচ্ছে।

গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশে থেকে দ্বিগুণেরও বেশি মুসলিম পর্যটক জাপান ভ্রমণে গেছেন । জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই এসব দেশ থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক গেছেন জাপানে। মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের মার্কেটিং, ইয়েনের দরপতন আর বাড়তি সরাসরি ফ্লাইট বাড়তি সুবিধা দিয়েছে জাপানকে।

এই প্রবণতা জাপানের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবাচ্ছে। হালাল খাবারের পাশাপাশি নামাজের ব্যবস্থা এখন মুসলিম পর্যটক টানার বড় উপাদান হয়ে উঠেছে। টোকিওর অভিজাত শপিংডিস্ট্রিক্ট গিনজার ‘মাতসুয়া গিনজা’ ডিপার্টমেন্টাল স্টোরে নামাজের কক্ষ চালু করা হয়েছে, যেখানে নামাজ আদায়ের জন্য জায়নামাজ ও অজু করার জায়গা রয়েছে। জনপ্রিয় শিবুয়া পারকো শপিং সেন্টারও মুসলিম ক্রেতাদের জন্য নামাজের জায়গা চালু করেছে।

জাপানের বৃহত্তম শপিংমল অপারেটর ‘এইয়ন মল’ ইতিমধ্যে চিবা, কানাগাওয়া, আইচি, হিরোশিমা ও ওকিনাওয়াসহ সাতটি মলে নামাজ কক্ষ স্থাপন করেছে। ভবিষ্যতে তা আরও বৃদ্ধির ভাবনা রয়েছে। শপিংমলগুলোর পাশাপাশি বিমানবন্দরগুলোতেও এখন মুসলিম যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা করছে। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামাজের কক্ষ বাড়ানো হয়েছে; হানেদা বিমানবন্দরের ডিপার্চার লবিতেও নামাজের জায়গা রাখা হয়েছে। এতে দীর্ঘ ট্রানজিট বা ভোরের ফ্লাইটে যাত্রীদের জন্য সুবিধা হচ্ছে।

শহরের বাইরে পর্যটনকেন্দ্রগুলোও পিছিয়ে নেই। কিয়োটো টাওয়ার, চিবা ও ওসাকার প্রিমিয়াম আউটলেটেও এখন নামাজের ব্যবস্থা আছে। এতে মুসলিম পর্যটকেরা সহজেই ইবাদত করতে পারছেন।

এ ছাড়া প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জাপানে অবস্থানরত মুসলিম পর্যটকরা সহজেই নামাজের সময়, কিবলা দিক আর নিকটস্থ নামাজের জায়গার তথ্য পেয়ে যাচ্ছেন।জাপানের এই উদ্যোগ দেশটিতে মুসলিম পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি দেশটির পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে। হালাল খাবার, নামাজের কক্ষ ও প্রযুক্তির সমন্বয়ে জাপান এখন দ্রুতই মুসলিমবান্ধব ভ্রমণগন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।

সর্বশেষ