বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অবৈধ ইহুদি বসতির সঙ্গে জড়িত ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ

অবৈধ ইহুদি বসতির সঙ্গে জড়িত ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে লাভবান হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত সংস্থাটি মানবাধিকার কার্যালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তালিকায় বিশ্বের পরিচিত অনলাইন ট্রাভেল ও আবাসন সেবা প্রতিষ্ঠান এয়ারবিএনবি, বুকিং ডটকম, এক্সপেডিয়া ও ট্রিপ অ্যাডভাইজারের নামও অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সব প্রতিষ্ঠান এমন সব এলাকায় ব্যবসা করছে, যেগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবৈধ বসতি হিসেবে ঘোষণা করেছে।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগই ইসরায়েলি মালিকানাধীন। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানিভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানের নামও তালিকায় রয়েছে। সর্বশেষ হালনাগাদে ৬৮টি নতুন কোম্পানি যুক্ত করা হয়েছে, আর ৭টি কোম্পানির নাম সরিয়ে ফেলা হয়েছে। অপসারিত প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাজ্যের ওপোডো এবং স্পেনের ইড্রিমস রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেন, ‘সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হচ্ছে মানবাধিকার লঙ্ঘনে অংশ না নেওয়া। তাদের কার্যক্রম যেন অধিকার ক্ষুণ্ণ না করে, তা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।’

তালিকায় থাকা অধিকাংশ প্রতিষ্ঠান নির্মাণ, আবাসন, খনিজ ও খনি খাতের সঙ্গে যুক্ত, যা ইসরায়েলের বসতি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অংশ। আরও ৩০০টির বেশি কোম্পানিকে রাখা হয়েছে পর্যালোচনার আওতায়।

এ তালিকা প্রকাশ এমন সময় এলো, যখন পশ্চিম তীরে অবৈধ দখল ও গাজায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভ ক্রমেই বাড়ছে। ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে বসতি স্থাপন, সড়ক, প্রাচীর ও চেকপোস্ট নির্মাণের মাধ্যমে ফিলিস্তিনিদের চলাচল কঠোরভাবে সীমিত করে রেখেছে।সূত্র: আল জাজিরা

সদ্য সংবাদ/এসএইচ

 

সর্বশেষ