যুক্তরাষ্ট্র প্রশংসা করল বাংলাদেশ সরকারের

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে আসার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শরণার্থীদের আশ্রয় দেওয়ায় এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস ‘টমি পিগট’ এ মন্তব্য করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র মিয়ানমারের সহিংসতা ও দমনপীড়নের শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাচ্ছে। পাশাপাশি, মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের ঠাঁই দেওয়ার জন্য এশিয়ার অন্যান্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাদের নির্মম অভিযান শুরু হলে কয়েক মাসের মধ্যেই সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও দেশে প্রায় চার লাখ রোহিঙ্গা অবস্থান করছিল। বর্তমানে কক্সবাজারসহ আশপাশের ক্যাম্পগুলোতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বসবাস করছে। প্রতি বছর এসব শরণার্থী শিবিরে নতুন করে জন্ম নিচ্ছে অন্তত ৩০ হাজার শিশু।