মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৯
মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)-এর অন্তত চারটি ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুলাই) ভোরে চালানো এই অভিযানে শতাধিক ড্রোন ব্যবহার করা হয় এবং উলফার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে সংগঠনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী এমন হামলার অভিযোগ অস্বীকার করেছে।