বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১৮ আগস্ট ২০২৫

কিশোরীর পেটে অস্ত্রোপচারে বের হলো ২ কেজি চুলের গোলা

কিশোরীর পেটে অস্ত্রোপচারে বের হলো ২ কেজি চুলের গোলা

দীর্ঘ ছয় বছর ধরে নিজের চুল খেয়ে আসছিল চীনের এক কিশোরী। এভাবে জমতে জমতে তার পাকস্থলিতে তৈরি হয় প্রায় ২ কেজি ওজনের বিশাল এক ‘চুলের গোলা’। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করেন চিকিৎসকেরা।

গত জুলাই মাসে হুবেই প্রদেশে ঘটে এ ঘটনা। রোববার (১৭ আগস্ট) ‘সাউথ চায়না মর্নিং পোস্টের’ এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য চীনের হেনান প্রদেশের ১৫ বছর বয়সি নিনি তার মায়ের সঙ্গে উহান শিশু হাসপাতালে আসে তীব্র পেট ব্যথার কারণে। সে খেতে পারছিল না এবং মারাত্মক দুর্বল হয়ে পড়েছিল।

হুবেই ডেইলি এক প্রতিবেদনে জানায়, মেয়েটির উচ্চতা ১.৬ মিটার হলেও ওজন মাত্র ৩৫ কেজি। ছয় মাস ধরে তার ঋতুস্রাব বন্ধ ছিল এবং গুরুতর রক্তাল্পতা ধরা পড়ে।

নিনির মা চিকিৎসকদের জানান, তার মেয়ে টানা ছয় বছর ধরে নিজের চুল খাচ্ছে। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, নিনির পাকস্থলিতে চুল ও খাবারের অবশিষ্টাংশে তৈরি এক বিশাল গোলা জমে আছে, যা প্রায় পুরো পাকস্থলি ভরাট করে ফেলেছে।

গত ১৪ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে সেই চুলের গোলা অপসারণ করা হয়। চিকিৎসকেরা জানান, তার পাকস্থলি স্বাভাবিকের দ্বিগুণ ফুলে গিয়েছিল। পাঁচ দিন পর নিনি আবার স্বাভাবিকভাবে খাবার খেতে শুরু করে এবং পরে হাসপাতাল থেকে ছাড়পত্র পায়। ৫ আগস্টের ফলোআপ পরীক্ষায় দেখা যায়, সে সুস্থ হয়ে উঠেছে।

একজন চিকিৎসক সতর্ক করে বলেন, ‘যদি কোনো শিশু এক মাসেরও বেশি সময় ধরে চুল বা কাচের মতো অখাদ্য বস্তু খায় এবং থামাতে না পারে, তাহলে অভিভাবকদের ‘ট্রাইকোফ্যাগিয়া’ নামক মানসিক অবস্থার বিষয়ে সতর্ক হয়ে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে।’

সর্বশেষ