রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ১৮ জুলাই ২০২৫

দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হুমকি 

দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হুমকি 
ছবি: হিন্দুস্থান টাইমস

ভারতের রাজধানী নয়াদিল্লির ২০টিরও বেশি স্কুলে শুক্রবার সকালে বোমা হামলার হুমকিসংবলিত ইমেইল পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ এই হুমকির তথ্য নিশ্চিত করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।  খবর! হিন্দুস্থান টাইমস

পুলিশ ও দমকল বাহিনী হুমকিপ্রাপ্ত প্রতিটি স্কুলে পৌঁছেছে। হুমকির উৎস ও সত্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পশ্চিম বিহার এলাকার রিচমন্ড গ্লোবাল স্কুলসহ একাধিক স্কুলকে লক্ষ্য করে বোমার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

এছাড়াও রোহিণী সেক্টরে অবস্থিত অভিনব পাবলিক স্কুলেও একই ধরনের হুমকি পাওয়া গেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে প্রশাসন।