১৫ আগস্ট শোক জানানো অভিনয় শিল্পীদেরকে সংগঠিত করছে কারা? যা জানালেন সাংবাদিক ইলিয়াস

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গত ১৫ আগস্ট স্মরণ করা ও শ্রদ্ধা জানানোর কারণে বয়কটের শিকার হয়েছেন দেশের বিনোদন অনেক জনপ্রিয় শিল্পী, গায়ক, সংবাদকর্মী, অভিনেতা, মডেলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।পুরোদেশে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেকে তাদেরকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা জুতা নিক্ষেপ কর্মসূচিও পালন করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, কাদের পরিকল্পনা ও চক্রান্তে তারকারা এক যুগে এ কাজ করেছেন, কাদেরকে আটক করলে আসল তথ্য বের হয়ে যাবে তাদের বিষয়ে তথ্য দিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানান তিনি।
সদ্য সংবাদের পাঠকদের জন্য সাংবাদিক ইলিয়াস হোসাইনের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হল:
প্রথম আলোর সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া এবং মতিকে (সম্পাদক মতিউর রহমান) গ্রেফতার করলেই তারকাদের ১৫ই আগস্টে শোক জানানোর সব রহস্য বেরিয়ে যাবে৷
এবারের ১৫ই আগস্টে যে পরিমাণে তারকারা শোক জানিয়েছে এর আগে কখনও এতোটা মাতম দেখা যায়নি৷ এমন অনেক তারকা আছে যারা সাধারণত রাজনৈতিক বিতর্কে তেমন জড়ায়না তাদেরও অনেকে এবার প্রতিকূল পরিস্থিতিতেও পোস্ট করেছে, এমনকি ২০২৪ সালের ১৫ই আগস্টেও এদের মধ্যে বেশিরভাগ শোক জানিয়ে কোন পোস্ট করেনি৷ যে কারণে এটা পরিষ্কার যে এবার সূক্ষ্ম একটি নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে এমন কিছু একটা করা হয়েছে যে তারা সকলে একযোগে মুজিবকে নিয়ে মাতম করেছে৷
এই রহস্য উদ্ঘাটন না করলে আওয়ামী বিরোধী প্রতিটি দলকে চড়া মূল্য দিতে হবে৷ মুজিবের সাইনবোর্ড দিয়ে তারা মূলত আবারও আওয়ামি ফ্যাসিজমকে মানুষের সামনে সহনশীল করে তুলে ধরতে চায়৷
পুরো পরিকল্পনায় একটি বড় বাজেট খরচ করা হয়েছে, যার পুরো মাস্টারমাইন্ড ছিল হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফুল ইসলাম খোকন৷ খোকনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে নিউইয়র্কের একটি অখ্যাত বাংলা পত্রিকার উপস্থাপক সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং কথিত নায়ক জায়েদ খান৷
বাংলাদেশ প্রান্তে টাকার বণ্টন হয়েছে প্রথম আলো পত্রিকার সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া তার স্ত্রী গায়িকা কোনাল এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদির মাধ্যমে৷
বাংলাদেশে তারকাদের পুরো সাহস যুগিয়েছে প্রথম আলো৷ আলভী নামে একজন অখ্যাত অভিনেতাকে হঠাৎ করেই তারা সাক্ষাৎকার নিয়ে সামনে নিয়ে আসে৷ মুজিব আর মুক্তিযুদ্ধকে কো-রিলেট করে সাক্ষাৎকারটি প্রচার করেই প্রথম আলো তাদের অনুসারী অভিনেতাদেরকে উৎসাহিত করে৷ যেসব তারকারা ১৫ই আগস্টের শোক জানিয়েছে তাদের বেশিরভাগ মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ডপ্রাপ্ত৷
আমেরিকায় থাকা খোকন, মহিউদ্দিন কিংবা জায়েদ খানকে ধরা না গেলেও প্রথম আলোর জিয়া-মতি আফ্রিদিসহ শোক জানানো তারকাদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে যাবে৷