প্রাক্তন পর্ন তারকা এখন মুসলিম, নতুন নাম ’নূরে ইস্তেকবাল’

জাপানি বংশোদ্ভূত জনপ্রিয় প্রাক্তন পর্ন তারকা রায়ে লিল ব্ল্যাক, যিনি মূলত ‘লিল ব্ল্যাক’ নামেই পরিচিত ছিলেন, নিজ জীবনের নাটকীয় পরিবর্তন এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি নিজের নাম পরিবর্তন করে ‘নূরে ইস্তেকবাল’ রেখেছেন এবং আল্লাহর পথেই জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, জীবনে খ্যাতি, অর্থ সব কিছুই ছিল, কিন্তু মনস্তাত্ত্বিক শান্তি ছিল না। এই শূন্যতা থেকেই তিনি সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়ার পথ খুঁজতে শুরু করেন। মালয়েশিয়ায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে তার জীবনে এই পরিবর্তন আসে।
২০২৪ সালে ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি নিয়মিত নামাজ পড়ছেন, রমজান পালন করছেন এবং বোরখা পরছেন বলেও জানান। কিছুদিন আগে কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদে তার রমজানে অংশগ্রহণের ছবি ও ভিডিও ভাইরাল হয়।
তবে তার এই পরিবর্তন নিয়ে অনলাইনে মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ একে ‘সস্তা জনপ্রিয়তার কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন। সমালোচনার জবাবে নূরে ইস্তেকবাল বলেন, ‘আমি জান্নাতে যাব কি না, সেটা তোমাদের বিচার করার বিষয় না। তোমরা নিজেদের জীবন নিয়ে ভাবো, আমারটা আমিই বুঝে নেব।’
বর্তমানে তিনি টিকটক ও ইনস্টাগ্রামে হিজাব পরে ইসলামিক ও আত্মউন্নয়নমূলক কন্টেন্ট তৈরি করছেন।