রিয়েল এস্টেট জালিয়াতিতে মহেশ বাবুকে আইনি নোটিশ

তেলেগু চলচ্চিত্রের সুপারস্টার মহেশ বাবুর বিরুদ্ধে রিয়েল এস্টেট জালিয়াতির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলা ভোক্তা কমিশন। ‘সাই সূর্য ডেভেলপারস’ নামের একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের পক্ষে প্রচার চালানোর অভিযোগে তাকে তৃতীয় বিবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ‘সাই সূর্য ডেভেলপারস’ গ্রুপ মানি লন্ডারিং মামলায় জড়িয়ে পড়ে। তখন থেকেই মহেশ বাবুর নাম প্রতিষ্ঠানটির সঙ্গে জড়াতে শুরু করে। দুই মাস পর সেই সংশ্লিষ্টতায় তিনি পড়লেন আইনি জটিলতায়।
ভারতের ‘ডেকান ক্রনিকল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের একজন চিকিৎসক ৩৪ লাখ ৮০ হাজার রুপিতে ওই ডেভেলপার গ্রুপের কাছ থেকে কিছু জমি কেনেন। তবে অভিযোগ, বাস্তবে সেই জমির কোনও অস্তিত্ব নেই। চিকিৎসকের দাবি, মহেশ বাবুর প্রচারণা দেখে বিশ্বাস করেই তিনি জমি কেনেন। ফলে শুধু তিনি নন, আরও অনেকে প্রতারিত হয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্যমতে, সংস্থাটির মালিক কঞ্চরলা সতীশ চন্দ্র গুপ্ত ‘গ্রিন মিডোজ’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়ে বাজার থেকে বিপুল অর্থ সংগ্রহ করেন, কিন্তু প্রকল্পটি আর বাস্তব রূপ পায়নি।
এদিকে, মহেশ বাবু সর্বশেষ বড় পর্দায় দেখা দিয়েছেন ২০২৩ সালের ব্লকবাস্টার ‘গুন্টুর কারম’ ছবিতে। বর্তমানে তিনি এস. এস. রাজামৌলির পরিচালনায় একটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারান। ছবিটির গল্প লিখেছেন রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ, যিনি ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর মতো সুপারহিট চলচ্চিত্রের চিত্রনাট্য রচয়িতা।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্থান টাইমস, পিটিআই।