বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বলিউড বাদশার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরুস্কার 

বলিউড বাদশার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরুস্কার 
ছবি: সংগৃহীত

প্রায় ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারের সম্মানিত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। আজ (২৩ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাকে পুরুস্কৃত করা হয়।

এই অনুষ্ঠানে একটি সাদা শার্ট-কালো স্যুটে দেখা গেল শাহরুখকে। কাঁচা পাকা চুলে অভিনেতাকে দেখেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের এই লুক দেখে স্পষ্ট, তিনি আসছে নতুন সিনেমা ‘কিং’র লুকেই সবার সামনে এসেছেন।

শাহরুখের সামনে যে প্লেসকার্ড রাখা ছিল সেখানে বড় বড় করে লেখা, ‘শ্রী শাহরুখ খান’। এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয়, পুরো দর্শক মহলের জন্যই আবেগঘন একটি মুহূর্ত তৈরি করেছে।

যদিও দর্শকদের মতে, অনেক আগেই জাতীয় পুরস্কার সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। তিনি আজ পর্যন্ত যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে এমন অনেক চরিত্রের জন্যই তার এ পুরস্কার পাওয়ার কথা তবে তা হয়নি। অবশেষে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন।

জাতীয় পুরস্কার পেয়ে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আমি আজীবন এই মুহূর্ত মনে রাখব।’ মঞ্চে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়।

প্রায় ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারের সম্মানিত হলেন রানিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হলেন এ অভিনেত্রী।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ