রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে আমির হামজার বক্তব্য আবারও ভাইরাল

সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। ওই ভিডিওতে উনাকে বলতে দেখা যায়, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭ টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা।
যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন সংবাদমাধ্যমের। আমির হামজার ওয়াজ মাহফিলের এই ভিডিও ১ বছর আগের। এর আগেও এটা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়েছে।
আমির হামজা বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু সামাজিক মাধ্যমে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় নিয়ে করা একটি বক্তব্যের সূত্র ধরে রাশমিকার ভিডিওটি আবারো ভাইরাল হয়েছে।
নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহকে তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ:) ।