রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:৩৫, ৩ নভেম্বর ২০২৫

ফেসবুকে বিকৃতি ছবি ভাইরাল, সাইবার সুরক্ষা আইনে মামলা ঢাবি শিক্ষক মোনামি

ফেসবুকে বিকৃতি ছবি ভাইরাল, সাইবার সুরক্ষা আইনে মামলা ঢাবি শিক্ষক মোনামি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ছবি বিকৃতি করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানায় তিনি মামলাটি দায়ের করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি সোমবার সকালে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।’

তিনি আরও জানান, মামলাটি তদন্তের জন্য ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।