শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ১৪ অক্টোবর ২০২৫

ইউজিসির প্রশিক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

ইউজিসির প্রশিক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
ছবি: সদ্য সংবাদ

সারাদেশের বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রথমবারের মতো চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এতে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট' বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে  অনুষ্ঠিত প্রশিক্ষণে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রভাষক এবং ৩০ জন সহকারী অধ্যাপক অংশ নিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ সম্পর্ক উন্নয়নে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, 'শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুধাবন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি করে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করাই শিক্ষকদের প্রধান কাজ হওয়া উচিত।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে বলেই আমরা শিক্ষক।'

উল্লেখ্য, ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ মডিউল তৈরি করা হয়েছে। যাতে উচ্চশিক্ষার বিধিবিধান, ওবিই কারিকুলাম, টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অনলাইন টিচিং লার্নিং, কারিকুলাম ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসিউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন ও অ্যাডভান্সড ডিজিটাল লিটারেসি, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ