বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:১৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২১, ১১ সেপ্টেম্বর ২০২৫

ভোট বয়কট ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার: মাজহারুল ইসলাম

ভোট বয়কট ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার: মাজহারুল ইসলাম
ছবি: সংগৃহীত

ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে জাকসুর ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ভোট বয়কট ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা। কিন্তু তার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিলো ছাত্রদলের প্যানেল। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।

সর্বশেষ