বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:১০, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে শিবিরের সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

জাকসু নির্বাচনে শিবিরের সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনে বিশবিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে  আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ অভিযোগ তোলেন তারা।

অভিযোগকারীদের দাবি, ভোর ৬টার পর গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতরে প্রবেশ করে জাবি ছাত্রশিবির সভাপতি। এরপর হলের ভেতরে একটি রুমে অবস্থান নেন এবং প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন।

অভিযোগকারীরা পরে কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে এ ব্যাপারে জানান। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে অন্যায্য সুবিধা দিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

তবে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি জাবি শিবিরের পক্ষ থেকেও কোনো বক্তব্য মেলেনি। 

সর্বশেষ