বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু কেন্দ্রীয়-হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ শুরু

ডাকসু কেন্দ্রীয়-হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

ভোটের দিনে ক্যাম্পাসে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। একইসঙ্গে প্রতিটি প্রবেশপথে শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে স্বেচ্ছাসেবীদের সক্রিয় দেখা গেছে।

এবার ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন শিক্ষার্থী ভোট দেওয়ার সুযোগ পাবেন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন ছাত্রী। অন্যদিকে ১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন।

ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়ম-কানুনও স্পষ্টভাবে জানানো হয়েছে। ভোটাররা পরিচয় নিশ্চিত করতে লাইব্রেরি কার্ড, হল আইডি বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যবহার করতে পারবেন। পরিচয় প্রমাণের পর আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে এবং তালিকায় সই করতে হবে। এরপর নির্ধারিত ব্যালট সংগ্রহ করে গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিতে হবে। তবে চিহ্ন যেন ঘরের বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে, নইলে ভোট বাতিল হতে পারে।

প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ। যারা ব্রেইল পড়তে সক্ষম, তারা স্বতন্ত্রভাবে ভোট দিতে পারবেন। আর যারা পড়তে পারেন না, তারা অন্য কারও সহায়তায় ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

নিরাপত্তার কারণে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা ব্যালট বাক্স রাখা হয়েছে। ভোটাররা ব্যালট ভাঁজ না করে নির্ধারিত বাক্সে ফেলে ভোট প্রদান সম্পন্ন করবেন। দিনভর আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
 

সর্বশেষ