বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০২, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর কেন্দ্রে ভোট চাইছেন প্রার্থীরা, সরিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা

ডাকসুর কেন্দ্রে ভোট চাইছেন প্রার্থীরা, সরিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোটগ্রহণ শুরুর পরও কিছু প্রার্থী ও তাদের সমর্থককে সরাসরি কেন্দ্রের সামনে ভোট চাইতে দেখা গেছে।

কার্জন হল এলাকায় ছাত্রদল-সমর্থিত ফজলুল হক মুসলিম হল ইউনিটের কয়েকজন কর্মীকে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের কাছে সমর্থন চাইতে দেখা যায়। একইভাবে সিনেট ভবনের কেন্দ্রের সামনেও কয়েকজন প্রার্থী ভোটারদের হাতে কার্ড ও লিফলেট তুলে দিচ্ছিলেন। পরে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি লক্ষ্য করে তাদের সরিয়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, নির্বাচনী নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী কেন্দ্রের একশ মিটারের মধ্যে প্রচারণা চালাতে পারবেন না। বিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।

দিনের শুরু থেকেই ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। কয়েক মাস ধরে চলা প্রচার-প্রচারণার কারণে ক্যাম্পাসজুড়ে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, ভোটের দিনও সেই আবহ বজায় ছিল।

সর্বশেষ