শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বিশেষ করে সোমবারের দুর্ঘটনার পর মঙ্গলবার রাত তিনটায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা আসায় ক্ষোভ চরমে পৌঁছেছে। এরই জেরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে সচিবালয়ের শিক্ষাভবন ঘেরাও করে শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয় সচিবালয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের প্রতিটি গেটে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এত বড় দুর্ঘটনার পরও কেনো আগেভাগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন রাত তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হলো। এ সময় তারা স্পষ্টভাবে বলেন, এমন শিক্ষা উপদেষ্টা ও প্রশাসন তারা চান না।
বিক্ষোভের ফলে সচিবালয়ের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। এতে ভেতরে যান চলাচল পুরোপুরি থেমে যায় এবং গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।
এদিকে আরেকটি শিক্ষার্থীদের দল ঢাকা শিক্ষা বোর্ড এলাকা হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভে যোগ দেয়। তারা শুধু মাইলস্টোন দুর্ঘটনার বিচার নয়, বরং সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন, তাদের খাতা পুনঃমূল্যায়নের দাবিও জানায়।
সব মিলিয়ে উত্তরার ট্র্যাজেডির প্রভাব এখন রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছে, যেখানে শুধু শোক নয়, দেখা দিয়েছে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে জবাবদিহির দাবিও।