মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যে খুন হওয়া লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনা ঘটে গত ৯ জুলাই ২০২৫, বুধবার বিকেল আনুমানিক ৬টার দিকে। হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে আঘাত ও কুপিয়ে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে।
খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
১১ জুলাই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)-কে গ্রেফতার করে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও জব্দ করা হয়।
এদিকে র্যাবও অভিযানে নামে এবং এই মামলায় জড়িত আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)-কে গ্রেফতার করে।
সবশেষ ১২ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে কোতয়ালী থানা পুলিশ মামলার আরেক এজাহারভুক্ত আসামি মো. টিটন গাজী (৩২)-কে গ্রেফতার করে।
লালবাগ বিভাগ সূত্র জানিয়েছে, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশ একটি চৌকস তদন্ত টিম গঠন করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে আসামিদের পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এসব কারণেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।