রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ১২ জুলাই ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫ 

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫ 
গ্রেফতারকৃত একজনের ছবি

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যে খুন হওয়া লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনা ঘটে গত ৯ জুলাই ২০২৫, বুধবার বিকেল আনুমানিক ৬টার দিকে। হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে আঘাত ও কুপিয়ে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে।

খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

১১ জুলাই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)-কে গ্রেফতার করে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও জব্দ করা হয়।

এদিকে র‍্যাবও অভিযানে নামে এবং এই মামলায় জড়িত আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)-কে গ্রেফতার করে।

সবশেষ ১২ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে কোতয়ালী থানা পুলিশ মামলার আরেক এজাহারভুক্ত আসামি মো. টিটন গাজী (৩২)-কে গ্রেফতার করে।

লালবাগ বিভাগ সূত্র জানিয়েছে, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশ একটি চৌকস তদন্ত টিম গঠন করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে আসামিদের পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এসব কারণেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।