শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ১৬ জুলাই ২০২৫

সাংবাদিক মুন্নি সাহাসহ পরিবারের ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাংবাদিক মুন্নি সাহাসহ পরিবারের ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ
ছবি: ইন্টারনেট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাংবাদিক মুন্নি সাহা, তার মা, স্বামী ও ভাইয়ের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবেই রয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকা।

বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের আবেদনে বলা হয়, মুন্নি সাহা ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে এবং সেই অনুসন্ধান চলছে।

অভিযোগে উল্লেখ করা হয়, তারা টাকা বিদেশে পাচারের চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি ছিল।

এর আগে, গত ৩ জুন মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন, মা আপেল রানী সাহা ও দুই ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

সম্পর্কিত বিষয়: