এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা
গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ-গাছ ফেলে সড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল থেকে জেলার সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ গড়ে তোলে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পদযাত্রা শুরু হওয়ার আগে টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কের গান্ধীয়াশুর, উলপুর ও কংশুর এলাকায় এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি, কাঠি ও কোটালীপাড়ায় আগুন ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গান্ধীয়াশুর এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
পুলিশ ও প্রশাসনের গাড়ি লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান জানান, পদযাত্রার অংশ হিসেবে পৌর পার্কে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু পদযাত্রা বানচাল করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গান্ধীয়াশুর এলাকায় সড়ক অবরোধ করে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তাঁর গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, উলপুর এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালানো হয়, এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সাঁজোয়া যানসহ অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।