চট্টগ্রামের হাটহাজারীতে মদসহ বাস চালক আটক
চট্টগ্রামের হাটহাজারীর আব্বাসীয়ার পুল এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ রেজাউল করিম (৩৫) নামের এক বাস চালককে আটক করেছে র্যাব-৭।
রোববার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসযোগে কিছু মাদক ব্যবসায়ী বিদেশি মদ নিয়ে চট্টগ্রামের দিকে আসার পথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
তিনি আরও জানান, চেকপোস্টে পৌঁছালে বাসচালক রেজাউল র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে বাসের বাম পাশের বক্স থেকে লুকানো ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. নাজমুল হোসেন ইমন/এমটি



























