রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ২২ অক্টোবর ২০২৫

গোসাইরহাট উপজেলা জামায়াতের আমীরের জানাযায় মানুষের ঢল

গোসাইরহাট উপজেলা জামায়াতের আমীরের জানাযায় মানুষের ঢল
ছবি: সদ্য সংবাদ

শরীয়তপুর গোসাইরহাট উপজেলা জামায়াতের আমীর ও খলিলুর রহমান ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাস্টার বেলায়েত হোসেন (৫৪) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ) খলিলুর রহমান ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ও মসজিদের মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় মানুষের ঢল নামে। জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর আব্দুর রব হাশেমী।

তিনি মঙ্গলবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা হলে তাকে ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেণ।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রজিউন। 

মো: বেলায়েত হোসেন দীর্ঘদিন গোসাইরহাট উপজেলা জামায়াত ইসলামীর নায়েব আমীর ও গত ডিসেম্বর ২০২৪ খ্রি: হতে আমিরের দায়িত্ব পালন করেণ। তিঁনি নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া খলিলুর রহমান ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (আইসিটি) ছিলেন ছিলেন।

তিনি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইকরাকান্দি মুন্সি বাড়ির বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও সহকর্মী রেখে যান।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম। শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর আমীর আব্দুর রব হাশেমী, নায়েবে আমির এ কে এম মকবুল হোসেনসহ জেলা সংগঠন, উপজেলা শাখার সাবেক আমির ও বর্তমান ভারপ্রাপ্ত আমির সৈয়দ নাসির উদ্দীন, সেক্রেটারি সরকার নেওয়াজ শরীফ সুজন, পৌরসভা আমির ইঞ্জি. মো. আবু তাহের রেদোয়ান ও সেক্রেটারি মো. নোমান সিদ্দিক।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ