শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২২, ২০ অক্টোবর ২০২৫

হাত-পায়ের রগ কাটা অবস্থায় কাশবনে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

হাত-পায়ের রগ কাটা অবস্থায় কাশবনে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাগরতীরের কাশবন থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আনন্দবাজার এলাকার আউটার রিং রোডসংলগ্ন সাগরতীরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শামীম মাকসুদ খান জয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করেন। মূলত বরিশালের বাসিন্দা হলেও পরিবারের সঙ্গে নগরীর বন্দর আবাসিক এলাকার বড়পোলে বসবাস করতেন তিনি।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, স্থানীয়রা কাশবনে এক যুবককে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখে পুলিশকে খবর দেন।
‘তথ্য পেয়ে হালিশহর থানা-পুলিশ প্রথমে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন,; বলেন এসআই মনিরুল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল হালিশহর থানার এলাকায় পড়েছে মনে করে সেখানে মামলা নেওয়া হচ্ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, স্থানটি বন্দর থানার অন্তর্গত। রাত ২টার দিকে হালিশহর থানা-পুলিশ লাশ বন্দর থানায় হস্তান্তর করে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, রবিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার আগে শামীমের মোবাইলে একটি কল আসে। এরপর থেকেই তাঁর খোঁজ মেলেনি।

সর্বশেষ