দুদক থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিনকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সকল বকেয়া বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা পরিশোধের আদেশও দেওয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত বলেন, শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশটি অবৈধ এবং শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে।
শরীফ উদ্দিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন। তিনি জানান, রায় অনুযায়ী শরীফ উদ্দিনকে ৩০ দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং তার জ্যেষ্ঠতা ও সকল বেনিফিট দিতে হবে।
২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি কোনো কারণ দর্শানো ছাড়াই শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুর্নীতি দমন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তিনি।
উল্লেখ্য, চাকরিরত অবস্থায় শরীফ উদ্দিন চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি দুর্নীতিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অপসারণকে অনেকেই রাজনৈতিক প্রভাব ও প্রতিশোধমূলক পদক্ষেপ বলে সমালোচনা করেছিলেন।