ফেনীতে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও আগামীকাল বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা পূর্বঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
বুধবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, ‘পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। নোয়াখালী, পরশুরাম, ফেনীসহ আশপাশের জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষাকেন্দ্রগুলোতে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি।’
তিনি আরও জানান, ‘দুপুরের পর থেকে যদি বৃষ্টি না বাড়ে, তাহলে জমে থাকা পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। তবে পরিস্থিতি অনুকূলে না এলে সন্ধ্যার মধ্যেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
পরীক্ষার্থীদের দুর্ভোগ কমাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন বোর্ডের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘পরীক্ষার্থীরা যেন নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে এবং নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ‘
এদিকে, চলতি সপ্তাহজুড়ে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন জায়গায় নদনদীর পানি বৃদ্ধি ও শহর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।