শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়িতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে মানববন্ধন
ছবি: সদ্য সংবাদ

খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর এবং সব উপজেলার পেশাজীবী সাংবাদিকের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল বলেন, ২০১০ সালে শাপলা চত্বরে হামলার শিকার হয়েছিলাম, অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছ। গত বছরও আমরা হামলার শিকার হয়েছিলাম, পাশের হোটেলে আশ্রয় নিয়েছিলাম। একই ঘটনা চলতি বছরে আবারো ঘটল। কারা এই হামলা করে, কারা এদেরে সঙ্গে জড়িত, কারা সেনাবাহিনীর গাড়িতে হামলা করেছে প্রশাসনও জানে, আমরাও জানি। কিন্তু দুঃখজনক বিষয় হলো অপরাধীদের এখনও আইনের আওতায় না আনার কারণেই তারা বার বার একই ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনে কাছে উদাত্ত আহ্বান জানায় অবিলম্বে এই সহিংসতার সঙ্গে জড়িত এবং উসকানি দিয়েছে তাদেরকে গ্রেফতার করবেন, যদি না করেন প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহারিয়ার ইউনুসের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, হলাপ্রু মারমা, জয়ন্তী দেওয়ান প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন সাংবাদিকরা। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মো. নাজমুল হোসেন ইমন/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ