শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ৭ জুলাই ২০২৫

কুয়াকাটায় ১ ইলিশ ৭৭০০ টাকায় বিক্রি

কুয়াকাটায় ১ ইলিশ ৭৭০০ টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল রোববার দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে।

জামাল মাতুব্বর জানান, শনিবার সাগরের হাইর পয়েন্টে জাল ফেলে মাছ ধরতে যান তিনি ও তাঁর দল। জাল তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় এই ইলিশটিও উঠে আসে। পরে বিকেলের দিকে মাছটি আশাখালী বাজারের বন্ধন ফিশ আড়তে নিয়ে যান তিনি। সেখানে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন।

আড়তের ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, বাজারে এত বড় ইলিশ খুবই বিরল। এমন মাছ পাওয়া যায় বললেই পাওয়া যায় না।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মৎস্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময় নদী ও সাগরে ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। জেলেরা সেই নিষেধাজ্ঞা মেনে চলার কারণে এখন বড় আকারের মাছ ধরা পড়ছে। তিনি বলেন, ‘এ ধরনের বড় ইলিশ মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। জালের প্রশস্ততা বাড়ানো হলে এমন মাছ আরও বেশি ধরা সম্ভব।’