এবছরও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ
বিগত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজার সময় ভারতে ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। এবার দুর্গাপূজার আগে এক হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।